মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
২২ লাখ টাকার স্টোন বোল্ডার পাথরের ভাড়া দেড় কোটি টাকা, কাষ্টমসের নিলাম!
Home Page » বিবিধ » ২২ লাখ টাকার স্টোন বোল্ডার পাথরের ভাড়া দেড় কোটি টাকা, কাষ্টমসের নিলাম!
বঙ্গ নিউজঃ মোঃ শরিফুল ইসলাম। হাতীবান্ধা থানা প্রতিনিধি :ভুটান থেকে আমদানীকৃত ১৫১৯ মেঃটন স্টোন বোল্ডার পাথর নিলামে উঠতে যাচ্ছে।বুড়িমারী স্থলবন্দর উপ- পরিচালক মনিরুল ইসলাম এবং কাষ্টমসের সহকারী কমিশনার রিজভী আহম্মেদ জানান, আমদানীকারক প্রতিষ্ঠান উইনডো ইন্টারন্যাশনাল, চকবাজার, ১০৩/১০৪ হরিনাথপুর ঘোষ রোড,ঢাকা ২০১৬ সালের জানুয়ারী মাসে সিএন্ডএফ এজেন্ট শাহঅালম ও লাবলুর মাধ্যমে ১৭ টি বিল অফ এন্ট্রিতে ১৫১৯ মেঃটন স্টোন বোল্ডার পাথর গুলো আমদানী করেন।
আমদানীকৃত পাথরগুলোর আনুমানিকমূল্য ২২ লাখ টাকা বলে জানা গেছে।দীর্ঘদিন ধরে বন্দরের ইয়ার্ডে পরে থাকার কারনে এসব পাথরের ইয়ার্ড ভাড়া ও চার্জ দাঁড়িয়েছে প্রায় দেড় কোটি টাকা।
এ কারনে আমদানীকারক প্রতিষ্ঠান পাথরগুলো নিয়ে যাচ্ছেন না।ফলে কাষ্টমস নিলাম প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।এ দিকে,বুড়িমারী বন্দরে ২০১৫ সালের শেষের দিকে ভারত থেকে আমদানীকৃত প্রায় লক্ষাধিক টাকার কলম আটক করা হয়। কলমের গায়ে লেখা রয়েছে নট ফর সেল।
আমদানী পণ্যের বৈধ কাগজপত্র না থাকায় মামলা হয়। এ কারনে পরে মালিক আর যোগাযোগ করেননি।খুব শিঘ্রই নিলামে উঠবে পাথর ও কলম।
বাংলাদেশ সময়: ০:০০:৫২ ৩১০ বার পঠিত