শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭

দিনের শুরুতেই বিদায় তামিম- মুমিনুলের

Home Page » ক্রিকেট » দিনের শুরুতেই বিদায় তামিম- মুমিনুলের
শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭



 বঙ্গনিউজঃ  হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন সকালেই ড্রেসিংরুমে ফিরেছেন দ্বিতীয় দিন শেষে অপরাজিত থাকা বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুমিনুল হক।

kohli and his team

দিনের প্রথম উইকেট হিসেবে তামিম বিদায় নেন রান আউটের ফাঁদে পড়ে। আর মুমিনুলকে ফেরান উমেশ যাদব। এই পেসারের নিচু লেন্থের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মুমিনুল।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিলো ৪১ রান, এক উইকেট হারিয়ে। ভারতের চেয়ে তখনও বাংলাদেশ পিছিয়ে ছিলো ৬৪৬ রানে। এতো রানের জবাব দিতে হলে তামিমের ব্যাট থেকে ভালো কিছুর প্রত্যাশা ছিলো বাংলাদেশের। কিন্তু তিনি তৃতীয় দিন সকালে তাড়াহুড়া করতে গিয়ে পড়েন রান আউটের ফাঁদে।

এর আগে কোহলির চতুর্থ ডাবল সেঞ্চুরি এবং আরো দুটি সেঞ্চুরিতে ভর করে ৬৮৭ রান করে ভারত। যা তাদের পঞ্চম সর্বোচ্চ টেস্ট স্কোর। অন্য দিকে তা বাংলাদেশের বিপক্ষে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড।

বাংলাদেশের হয়ে ওই ইনিংসে ১০০-এর বেশি রান দেন পাঁচজন বোলার। যা টেস্টের এক ইনিংসে সবচেয়ে বেশি বোলারের ১০০-এর বেশি রান দেয়ার বিশ্বরেকর্ড। অবশ্য এমন লজ্জার রেকর্ডটা বাংলাদেশের একার নয়। এমন আগে আরো পাঁচবার হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫৪:৪৯   ৩৩৯ বার পঠিত