শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭

‘বাঁশিতে ফু’দেয়া বন্ধ করুন’

Home Page » ফিচার » ‘বাঁশিতে ফু’দেয়া বন্ধ করুন’
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭



  বঙ্গ-নিউজ ডটকমঃ (মিজানুর) লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেছেন, মাদক ও চোরাচালানে লাইনম্যানের দায়িত্বে থাকা আনসার ও গ্রাম পুলিশরা বাঁশিতে ‘ফু’ দেয়া বন্ধ করুন।

মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়ন পরিষদ মাঠে মাদক বিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের আয়োজনে মাদক বিরোধী সমাবেশে পুলিশ সুপার আরো বলেন, অনেক গ্রাম পুলিশ দায়িত্ব পালনের নামে মাদক ব্যবসায়ীদের লাইনম্যান হিসেবে কাজ করছেন যা গোয়েন্দা তথ্যে বেড়িয়ে এসেছে। সময় আছে সাবধান হয়ে যান। নয়তো জেলে পাঠানো হবে। এরপর থেকে যারাই মাদক ব্যবসায়ীর সঙ্গে লাইনম্যান হিসেবে কাজ করবে তাদেরকেও জেলে পাঠানো হবে।
মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আলম, অতিরিক্ত পুলিশ সুপার নাসির উদ্দিন, কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, কমিউনিটি পুলিশিং কালীগঞ্জ ইউনিটের সভাপতি মিজানুর রহমান, সদস্য সচিব মনিরুল ইসলাম কাঞ্চন।

বাংলাদেশ সময়: ১৮:২১:৫৮   ৪৫১ বার পঠিত