শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
ফ্রান্সের একটি পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ
Home Page » প্রথমপাতা » ফ্রান্সের একটি পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ
বঙ্গনিউজঃ ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ফ্ল্যাম্যানভিলের একটি পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ ঘটেছে। রুশ গণমাধ্যম স্পুটনিক জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় বেশ কয়কজন আহত হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।
এদিকে স্থানীয় গণমাধ্যম ‘কোয়েস্ট ফ্রান্স’ জানিয়েছে, ফ্ল্যাম্যানভিল পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ ঘটলেও এই ঘটনায় পরমাণু স্থাপনা থেকে কারও তেজস্ক্রিয়তায় আক্রান্ত হওয়ার আশংকা নেই। গণমাধ্যমটি জানায়, বিস্ফোরণের পর যে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন তাদের কারও অবস্থায়ই গুরুতর নয়।
ঘটনার বিবরনে জানা যায়, ফ্ল্যাম্যানভিল পরমাণু কেন্দ্রের ইঞ্জিন রুমে যে বিস্ফোরণটি ঘটেছে সেটি পরমাণু স্থাপনার কেন্দ্রস্থলে হলেও সেটি ছিলো নিউক্লিয়ার জোনের বাইরে। ফলে বড় কোনো ক্ষতির আশঙ্কা নেই বললেই চলে।
এছাড়া ঘটনা ঘটার পর পরই পরিস্থিতি সামাল দিতে জরুরি বিভাগের লোকজন ঘটনাস্থলে ছুটে গেছেন। এই ঘটনায় পরমাণু স্থাপনার প্রথম চুল্লির কার্যক্রর আপাতত বন্ধ আছে বলে জানা গেছে।
এদিকে পরমাণু কেন্দ্রে বিস্ফোরণের ঘটনাকে অস্বীকার করেছে ফ্রান্সের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি ইডিএফ। তারা বলেছে, সেখানে কোনো বিস্ফোরণ বা আগুন ধরেনি। একটু ধোঁয়া বের হওয়ার মতো ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ১০:৫২:৪৪ ৪৬০ বার পঠিত