শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭

Home Page » সাহিত্য »
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭



বইমেলায় বুলবুল সরওয়ারের ৭টি বই


BiskClub

 বুলবুল সরওয়ার

 

বইমেলায় বুলবুল সরওয়ারের ৭টি বই

  বঙ্গনিউজঃ অমর একুশে মেলায় ঐতিহ্য প্রকাশনী নিয়ে এসেছে জেরুসালেম ও রুবাইয়াত (স্টল নং-৪৩০)। জয়তী এনেছে শিল্প ও কবিতা এবং রুবাইয়াত-ই-বুলবুল (স্টল নং-৫৭৩)। ৪৩৩ নং স্টলে চিত্রা প্রকাশনী নিয়ে এসেছে বীর বলে ডাকব যাদের।


বলাকা প্রকাশনী (স্টল নং৪৫৩) এনেছে প্রণয় পঙক্তি এবং মনদুয়ার নিয়ে এসেছে মহানগরী (পরিবেশক-বলাকা)। এছাড়া, আদর্শ, কথামালা এবং সংহতিতেও পাওয়া যাবে মহানগরী।

লেখকের বইগুলোর মধ্যে জেরুসালেম ভ্রমণ কাহিনী, মহানগরী উপন্যাস। ইতোমধ্যে জেরুসালেম বেস্ট-সেলার-এর তকমা গায়ে লাগিয়ে তাক লাগিয়ে দিয়েছে।

এ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী ও অনুবাদ মিলিয়ে ৫৩টি বই প্রকাশ হয়েছে স্বনামধন্য এই লেখকের।

বাংলাদেশ সময়: ১০:১১:১০   ৪১৬ বার পঠিত