শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
ভারত ‘গোপন পরমাণু নগরী’ গড়ে তুলছে: পাকিস্তানের দাবি
Home Page » প্রথমপাতা » ভারত ‘গোপন পরমাণু নগরী’ গড়ে তুলছে: পাকিস্তানের দাবি
বঙ্গনিউজঃ ভারত ‘গোপন পরমাণু নগরী’ গড়ে তুলছে বলে দাবি করে পাকিস্তান আজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি ভারতের আন্ত-মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসলামাবাদ।
পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া রাজধানী ইসলামাবাদে আজ (বৃহস্পতিবার) সংবাদ ব্রিফিংয়ের সময় এ উদ্বেগ প্রকাশ করেন। তিনি তার ভাষায় বলেন, ভারতের এই কথিত যুদ্ধকামী পদক্ষেপ আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বিনষ্ট করবে।
পাক পররাষ্ট্র দফতরের বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, পাকিস্তানের ভেতর সন্ত্রাসবাদের তহবিল যোগান দিচ্ছে ভারত। এ সংক্রান্ত তথ্য-আলামত এরইমধ্যে জাতিসংঘের কাছে তুলে ধরা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এতে আরো বলা হয়েছে, ভারতসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। পাকিস্তানকে একঘরে করার প্রচেষ্টায় ভারত ব্যর্থ হয়েছে দাবি করে আরো বলা হয়, শান্তির পথে পাকিস্তানের মতো ভারতের পদক্ষেপ নেয়া উচিত
বাংলাদেশ সময়: ১০:০৪:২১ ৪২২ বার পঠিত