শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭

তাসকিন: আমরা পাঁচ- ছয়টা উইকেটও পেতে পারতাম

Home Page » ক্রিকেট » তাসকিন: আমরা পাঁচ- ছয়টা উইকেটও পেতে পারতাম
শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭



 বঙ্গনিউজঃ  হায়দরাবাদ টেস্টের সারাদিনে মাত্র তিনটি উইকেট ফেলতে পেরেছেন বাংলাদেশি বোলাররা। দিন শেষের সংবাদ সম্মেলনে এসে তাসকিন আহমেদ বললেন যে, তারা সব মিলিয়ে পাঁচ- ছয়টি উইকেট ফেলতে পারতেন।

taskin not thinking just about virat

কিন্তু পারেননি কেনো? জবাবে তাসকিন সামনে আনলেন মিরাজের রান আউট মিস করার ব্যাপারটি। তিনি বলেন, ‘আসলে আমরা ভারতের অন্তত পাঁচ- ছয়টি উইকেট ফেলতে পারতাম। কিন্তু ওই রানটা হয়নি। কিছু করার নেই। রান আউট মিস করা, ক্যাচ পড়ে যাওয়া; এগুলো কিন্তু খেলারই অংশ।’

প্রথম দিন যে ভুলগুলো হয়ে গেছে, তা নিয়ে আর বাংলাদেশ দল ভাবছে না বলে মন্তব্য করেন তাসকিন। তিনি বলেন, ‘যা হয়ে গেছে, তা হয়েই গেছে। আমরা আবার নতুন করে একটা দিন শুরু করবো। সেই দিনটা কিভাবে ভালোভাবে শুরু করা যায় এবং ভালোটা ধরে রাখা যায়, আমরা সেটা নিয়েই চিন্তা করছি।’

দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে আরো ভালো করতে না পারা নিয়ে নানা কৈফিয়ত দিতে হলেও, তাসকিনই কিন্তু দিনটা বাংলাদেশের হবে বলে আভাস দিয়েছিলেন। ইনিংসের প্রথম ওভারেই লোকেশ রাহুলকে ফিরিয়ে ভারতকে কাঁপিয়ে দিয়েছিলেন তিনি।

কিন্তু দিন শেষে তাসকিন কি নিজের বোলিং নিয়ে খুশি? দিনশেষে তাসকিনের বোলিং ফিগার ১৬ ওভারে ৫৮ রান, উইকেট ওই একটিই। তাসকিন বলেন, ‘আসলে এ ধরনের উইকেটে খেলার অভিজ্ঞতা নেই। ভালো জায়গায় বোলিং করার চেষ্টা করেছি। কিছু হয়েছে। কিছু হয়নি।’

বাংলাদেশের দুই পেসার, তাসকিন ও কামরুলকে এ দিন অনেকগুলো শর্ট বল করতে দেখা গেছে। শর্ট বলে মারও খেয়েছেন এ দুজন। এ প্রসঙ্গে তাসকিনের মন্তব্য, ‘শর্ট বল আমাদের পরিকল্পনারই অংশ ছিলো। প্রথম সেশনে দারুণ কিছু বল হয়েছে। কিন্তু পরের দিকে উইকেট স্লো হয়ে যাওয়ায় আর হয়নি।’

এ দিকে মুরালি বিজয়ের সঙ্গে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলিও। এ দুজনের সেঞ্চুরিতেই দিন শেষে চালকের আসনে ভারত। ভারতীয় অধিনায়কের বোলিং নিয়ে তাসকিন বলেন, ‘কোনো সন্দেহ নেই, বিরাট এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান। বাজে বল করে তার সামনে পার পাওয়া কঠিন। তারপরও আমরা চেষ্টা করেছি। কালও চেষ্টা করবো ওকো যতো দ্রুত সম্ভব ফিরিয়ে দেয়ার।’

বাংলাদেশ সময়: ৯:৩৫:১১   ৪০৭ বার পঠিত