শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
চীনা প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি: চাইলেন গঠনমূলক সম্পর্ক
Home Page » বিশ্ব » চীনা প্রেসিডেন্টকে ট্রাম্পের চিঠি: চাইলেন গঠনমূলক সম্পর্ক
বঙ্গনিউজঃ মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প একটি চিঠিতে চীনের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। শপথ নেয়ার পর এই প্রথম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে লেখা চিঠিতে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
এছাড়া নির্বাচনে বিজয়ের পর তাকে শুভেচ্ছা জানানোর জন্য প্রেসিডেন্ট জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার এক বিবৃতিতে এসব কথা জানান।
এদিকে, চীন এ চিঠি গ্রহণের কথা জানালেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানায় নি। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার তিন সপ্তাহের মধ্যে বিশ্বের ১২ জনের বেশি নেতার সঙ্গে ট্রাম্প ফোনালাপ করলেও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনালাপের কোনো আভাস এখনো পাওয়া যায় নি
বাংলাদেশ সময়: ২:০৮:৫১ ৩৪৪ বার পঠিত