শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
প্রধানমন্ত্রীর সঙ্গে সুরঞ্জিত পরিবারের সাক্ষাৎ
Home Page » জাতীয় » প্রধানমন্ত্রীর সঙ্গে সুরঞ্জিত পরিবারের সাক্ষাৎ
বঙ্গনিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সদ্যপ্রয়াত রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তের পরিবারের সদস্যরা।
Related Stories
- ‘শেষ ট্রেনের যাত্রী’ সুরঞ্জিত সেনগুপ্ত
- দিরাইয়ে সুরঞ্জিতের শেষকৃত্য সম্পন্ন
- দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান হারাল: প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্ত ও ছেলে সৌমেন সেনগুপ্ত।
সাতবারের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গত রোববার মারা যান। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য ছিলেন।
বাবার মৃত্যুর পর সৌমেন সাংবাদিকদের বলেছিলেন, “বাবার অবর্তমানে আমাদের অভিভাবক এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।”
সুরঞ্জিতের ব্যক্তিগত সহকারী কামরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জয়া সেনগুপ্ত ও সৌমেন সেনগুপ্তের সাক্ষাতের সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়।
প্রধানমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাইয়ের রাজনৈতিক খোঁজ-খবর নিয়েছেন জানিয়ে কামরুল বলেন, “ছেলেকে বাবার এলাকায় রাজনীতির জন্য প্রস্তুত হতে বলেছেন তিনি।”
বাংলাদেশ সময়: ১:৫১:৪১ ৩৯৬ বার পঠিত