বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
টস জিতেছেন কোহলি, হায়দরাবাদে ফিল্ডিংয়ে বাংলাদেশ
Home Page » ক্রিকেট » টস জিতেছেন কোহলি, হায়দরাবাদে ফিল্ডিংয়ে বাংলাদেশ
বঙ্গনিউজঃ হায়দরাবাদ টেস্টে টস জিতেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ আগে ফিল্ডিং দিয়ে শুরু হলো টেস্টে বাংলাদেশের ভারত- অধ্যায়।
টস হেরে ফিল্ডিংয়ে যাওয়ার আগে মুশফিক বলেন, ‘উইকেট খুব ভালো মনে হচ্ছে। টস জিতলে আমরাও ব্যাটিংই করতাম। আমরা এই ম্যাচে তিনজন স্পিনার নিয়ে খেলছি। আর টেস্ট ক্রিকেটে ভালো খেলার ছন্দ পুরো পাঁচদিন ধরে রাখাটা জরুরি। আমরা সেভাবেই চিন্তা করছি।’
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘হায়দরাবাদের উইকেট সব সময় ব্যাটিং সহায়ক হয়। আমরা প্রতিপক্ষের দিকে নয়, বরং নিজেদের দক্ষতা দেখানোর এবং পরিকল্পনাগুলো মাঠে প্রয়োগ করার দিকে মনোযোগ দিচ্ছি। এই ম্যাচে উইকেটকিপারসহ ছয়জন ব্যাটসম্যান নিয়ে খেলছি আমরা।’
ভারতীয় দলে অজিঙ্কা রাহানে ফিরেছেন। ফলে করুন নায়ারকে বাদ যেতে হয়েছে। উইকেটকিপিংটা সামলাবেন ঋদ্ধিমান সাহা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।
ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও ইশান্ত শর্মা
বাংলাদেশ সময়: ১৫:৫৪:২৫ ২৭৩ বার পঠিত