বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০১৭
যুদ্ধের প্রস্তুতি নিন, বিমানবাহিনীকে পুতিন
Home Page » প্রথমপাতা » যুদ্ধের প্রস্তুতি নিন, বিমানবাহিনীকে পুতিন
বঙ্গ-নিউজঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিমানবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার এবং মহড়া শুরু করার নির্দেশ দিয়েছেন, দেশটির বার্তা সংস্থা ‘তাস’ এই তথ্য জানিয়েছে।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু বলেন, ‘সামরিক বাহিনীকে স্ন্যাপ চেক বা মহড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে বাহিনীর সদস্যরা যুদ্ধের জন্য কতোটা প্রস্তুত তা বোঝা যাবে।’
‘তাস’ এর খবর অনুযায়ী, বিমানবাহিনীর মহড়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্যদিকে সেনাসদস্যরাও যুদ্ধকালীন প্রশিক্ষণ গ্রহণ করছে।
সম্প্রতি সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া সামরিক শক্তি বৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে। এদিকে দেশটি সমরাস্ত্রও বাড়িয়ে চলেছে। ২০১৭ সালে দেশটি সামরিক বাহিনীর পরিসর আরো বড় করার পরিকল্পনা প্রকাশ করেছে।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের সুসম্পর্কের প্রমাণ পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে বেশ কয়েকটি দেশের সম্পর্কের অবনতি ঘটেছে। বিশেষ করে নেটোভুক্ত দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো চলছে না বললেই চলে
বাংলাদেশ সময়: ১৭:৪২:৪২ ২০৭ বার পঠিত