শনিবার, ৯ মার্চ ২০১৩
আইনস্টাইনকেও ছাড়িয়ে ব্রিটেনের সর্বোচ্চ বুদ্ধিমান মানুষ নেহা !
Home Page » এক্সক্লুসিভ » আইনস্টাইনকেও ছাড়িয়ে ব্রিটেনের সর্বোচ্চ বুদ্ধিমান মানুষ নেহা !নলেজডেস্ক, বঙ্গ-নিউজ ডটকম: মাত্র ১২ বছর বয়সী মেয়েটি আইকিউ টেস্টে ১৬২ নম্বর পেয়ে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে অতিক্রম করেছে। ভারতীয় বংশোদ্ভূত অসাধারণ মেধাবী বালিকা নেহা রামু সম্প্রতি সারা বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।আপেক্ষিক তত্ত্বের জনক আইনস্টাইনের জীবদ্দশায় আধুনিক আইকিউ টেস্ট ছিল না। তবে বিশেষজ্ঞরা বিশ্বাস করছেন যে, তার আইকিউ ছিল ১৬০।
নেহা মেনসা আইকিউ টেস্টে ১৬২ নম্বর পেয়েছে। আর এ নম্বর পেয়ে নেহা ব্রিটেনের সর্বোচ্চ বুদ্ধিমান মানুষদের ছাড়িয়ে গেল। নেহার পিতামাতা একসময় ভারতে বসবাস করতেন। পেশায় চিকিৎসক এ দম্পতি ৭ বছর বয়সী নেহাকে নিয়ে ব্রিটেনে পাড়ি জমা
বাংলাদেশ সময়: ৯:০৮:১০ ৬২০ বার পঠিত