মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
অনিশ্চিত পদ্মা, সেতুর রেলসংযোগ প্রকল্প
Home Page » আজকের সকল পত্রিকা » অনিশ্চিত পদ্মা, সেতুর রেলসংযোগ প্রকল্পবঙ্গ নিউজঃ পদ্মা সেতুতে রেলসংযোগ নির্মাণ প্রকল্পের জন্য ২৭ হাজার কোটি টাকার চীনের ঋণ অনিশ্চিত হয়ে পড়েছে। এই ঋণের জন্য রেলপথ মন্ত্রণালয় থেকে কয়েক দফা যোগাযোগ করা হলেও কোন সাড়া দেয়নি চীন কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো রেল কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়, ২০১৭ সালে বাংলাদেশের জন্য চীনা এক্সিম ব্যাংকের স্বল্প সুদে ঋণের প্রস্তাবে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পটি এখনো অন্তর্ভুক্ত হয় নি। এ বছরে ঋণ মঞ্জুর ও শুষ্ক মৌসুমে কাজ শুরু না করতে পারলে ট্রেন চালু করতে সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব হবে না। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের সাথে যোগাযোগ করা হলেও তাতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ।
কারণ চীন ঋণের ২৭ হাজার কোটি টাকা এখনও পাওয়ার কোন সম্ভাবনা নেই বাংলাদেশের। ঋণ যাদের দেয়ার কথা সেই চীন এক্সিম ব্যাংকের কাছে থেকে কোন সাড়া পাচ্ছেনা রেলপথ মন্ত্রণালয়। তাই সময়মতো পদ্মা সেতুতে রেলসংযোগের কাজ শুরু হচ্ছে না। এক্সিম ব্যাংকের এমন আচরণের কোন ব্যাখ্যা নেই রেল মন্ত্রনালয়ের কাছে। এ বিষয়ে বাংলাদেশের চীন দূতাবাসের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া জায়নি।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘ ঋণের টাকা তো পাবোই। এখন বিষয় হলো সময়। এই মূহূর্তে পেলে আমরা সময় মতো কাজ করতে পারবো। অর্থায়ন দেরিতে হলে কাজেও দেরি হয়ে যাবে।’
যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হক বলেন, সরকার যদি সময়মতো কাজ শেষ করতে না পারে তাতে তাদের প্রতি আস্থা হারাবে জনগণ।
বাংলাদেশ সময়: ২৩:২৬:১৯ ২২৮ বার পঠিত