মঙ্গলবার, ৪ জুন ২০১৩
ব্লুটুথ তালা!
Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ব্লুটুথ তালা!বঙ্গ-নিউজ ডটকমঃ বাড়ির নিরাপত্তা এখন নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনের মাধ্যমে। প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অগাস্ট’ স্মার্ট-লক নামের একটি যন্ত্র বানিয়েছে, যা নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোনের মাধ্যমে।সম্প্রতি এবিসিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, নির্মাতা প্রতিষ্ঠান ‘স্মার্ট-লক’ যন্ত্রটি এ বছরের শেষের দিকে বাজারে ছাড়তে পারে।
স্মার্ট-লক অ্যালুমিনিয়ামে তৈরি এমন একটি যন্ত্র, যা ব্যবহারকারীর বাড়ির মূল দরজায় সংযুক্ত থাকবে। এটি শুধু স্মার্টফোনের মাধ্যমে আনলক করা যাবে।
যন্ত্রটি বাড়ির মালিক ব্লুটুথের মাধ্যমে সংযোগ স্থাপন করবে স্মার্টফোনের সঙ্গে। আর স্মার্টফোনটিতে থাকবে স্মার্ট-লক নিয়ন্ত্রণ করার জন্য একটি অ্যাপ্লিকেশন।
অর্থাৎ স্মার্ট-লকের চাবি হিসেবে কাজ করবে স্মার্টফোন।
নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, স্মার্ট-লক স্বয়ংক্রিয়ভাবে আনলক হয়ে যাবে স্মার্টফোনের ব্লুটুথ সিগন্যাল পেলেই। এর ফলে ব্যবহারকারীর স্মার্ট-লক আনলক করতে স্মার্টফোনটি বের করতে বা কোনো অপশনেও যেতে হবে না।
এছাড়াও স্মার্ট-লক ব্যবহারকারী অ্যাপের মাধ্যমে অন্য কাউকে স্মার্ট-লকের ভার্চুয়াল চাবিটি দিতে পারবেন। অনেকটা ইমেইলের মতো কাজ করবে এ প্রক্রিয়াটি।
স্মার্ট-লক কিনতে খরচ পড়বে ১৯৯ ডলার।
বাংলাদেশ সময়: ২০:৫৮:২৯ ৬৭৭ বার পঠিত