মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
৩৯ হাজার পাকিস্তানি ৪ মাসে বহিষ্কার সৌদি থেকে
Home Page » প্রথমপাতা » ৩৯ হাজার পাকিস্তানি ৪ মাসে বহিষ্কার সৌদি থেকেবঙ্গ-নিউজঃ বসবাস ও কাজের আইন ভঙ্গের কারণে সৌদি আরব গত চার মাসে অন্তত ৩৯ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করেছে। দেশটির নিরাপত্তাসূত্র জানায়, তথাকথিত জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে বেশ কিছু পাকিস্তানির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এতে পাকিস্তানের নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ।
এছাড়াও বেশ কয়েকজন পাকিস্তানিকে চুরি, ছিনতাই, মাদক পাচার, যৌন নিপীড়নসহ বিভিন্ন অভিযোগে আটক করা হয়েছে।
সৌদির শূরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আবদুল্লাহ আল সাদৌন এধরণের পরিস্থিতি থেকে দেশতে রক্ষা করতে পাকিস্তানিদের কাজে নিয়োগ দেয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাইয়ের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক থাকায় পাকিস্তান সন্ত্রাবাদে জর্জরিত হয়ে গেছে। এই পাকিস্তানেই জঙ্গি সংগঠনগুলো জন্ম নিচ্ছে। তাই দেশটির কোন নাগরিক সৌদিতে কাজ কাজ করলে তার পরিচয় পাকিস্তান এবং সৌদি আরব, দুটো দেশেরই স্পষ্ট জানতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জানানো তথ্য অনুসারে, সম্প্রতি সন্দেহমূলকভাবে ৮২ জন পাকিস্তানিকে আটক করা হয়েছে যারা বর্তমানে গোয়েন্দা কারাগারে আটক রয়েছে। এছাড়া জেদ্দার দুই জেলায় সন্ত্রাসী অভিযান চালিয়ে এক নারীসহ ১৫ পাকিস্তানিকে আটক করেছে গোয়েন্দা বিভাগ।
বাংলাদেশ সময়: ১৭:০৭:৩২ ৩০৭ বার পঠিত