বঙ্গনিউজঃ কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে ২-১ গোলে জিতে ফাইনালে এক পা দিয়েই রেখেছে বার্সেলোনা। কিন্তু ন্যু ক্যাম্পে দ্বিতীয় লেগে পা হড়কে যাওয়া অসম্ভব নয়, এমনটাই মনে করছেন কাতালান ক্লাবের কোচ লুই এনরিকে। মঙ্গলবার দ্বিতীয় লেগে মাঠে নামার আগে শিষ্যদের সতর্ক করলেন তিনি।
বার্সেলোনাকে বিদায় করে দিতে অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হবে অ্যাতলেতিকোকে। এজন্য তারা মরিয়া হয়ে খেলবে নিশ্চিত এনরিকে। তার বিশ্বাস, অ্যাতলেতিকোর কাছে ভুগতে হবে বার্সেলোনাকে।
এনরিকের মতে ন্যু ক্যাম্পে খুব আগ্রাসী খেলবে দিয়েগো সিমিওনের শিষ্যরা। বার্সা কোচ বলেছেন, ‘অ্যাতলেতিকোকে অনেক বেশি ঝুঁকি নিতে হবে। আর তারা আমাদের জন্য সমস্যার কারণ হতে যাচ্ছে। আমার বিশেষ কোনও ভয় নেই। কিন্তু এ ধরনের ম্যাচে যৌক্তিক শঙ্কা থাকেই।’
প্রথম লেগ জিতলেও দলের খেলোয়াড়রা মাটিতে পা রাখছে মনে করেন এনরিকে, ‘প্রথম লেগে ভালো ফল দারুণ ছিল। কিন্তু আমি মনে করি না আমার দলের কেউ ধরে নিয়েছে লড়াই শেষ। আমরা নিশ্চিত ভুগতে যাচ্ছি। লড়াই সহজ হবে এটা ভাবা অদ্ভুত।’