সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭

ক্যারিয়ার সেরা বোলিং রুবেলর

Home Page » ক্রিকেট » ক্যারিয়ার সেরা বোলিং রুবেলর
সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০১৭



নিউজিল্যান্ড সফরটা সব মিলিয়ে সাদামাটার চেয়ে একটু ভালো ছিলো। ভারত সফরে তাই রুবেল হোসেনের জায়গাটা সুনিশ্চিত ছিলো না। শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই ভারত গেছে বাংলাদেশ। আর বাদ পড়ে দেশে ঘরোয়া ক্রিকেটে জ্বলে উঠেছেন তিনি। করেছেন ক্যারিয়ার সেরা বোলিং।দেশে চলছে বাংলাদেশ ক্রিকেট লিগ। প্রথম শ্রেণির এই লিগের দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক ক্রিকেট দক্ষিণাঞ্চলের হয়ে খেলছেন রুবেল। তার সঙ্গে খেলছেন মোস্তাফিজুর রহমানও।

 rubel took five wicket after six years

গতকাল ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে মাত্র ২২ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন রুবেল। প্রথম শ্রেণির ক্রিকেটে রুবেল সর্বশেষ পাঁচ উইকেট পেয়েছিলেন ২০১০ সালের হ্যামিল্টন টেস্টে। এতো লম্বা বিরতির পর পাঁ উইকেট পাওয়া; মানে রুবেল ফিরছেন তার সেরা সময়ে।

পূর্বাঞ্চলের ব্যাটিং লাইন ধসিয়ে দেয়ার পর রুবেল বলেন, ‘অনেক দিন পাঁচ উইকেট পেলাম। স্বাভাবিকভাবেই ভালো লাগছে।’

রুবেলের বোলিং তোপের সামনে পড়ে প্রথম ইনিংসে মাত্র ১৪৪ রানে গুটিয়ে গেছে পূর্বাঞ্চল। মোস্তাফিজ দুই উইকেট নিয়েছেন ৩২ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল করে ৪০৩ রান। অর্থাৎ ফলোঅনেই পড়তে হয়েছে পূর্বাঞ্চলকে।

বাংলাদেশ সময়: ১৬:২১:০৪   ৩২৭ বার পঠিত