মঙ্গলবার, ৪ জুন ২০১৩
পারফিউম ধরে রাখার সহজ উপায়
Home Page » ফিচার » পারফিউম ধরে রাখার সহজ উপায়বঙ্গ-নিউজ ডটকমঃ বর্তমান সময়ের সাজ-সজ্জার একটি গুরুত্বপূর্ণ উপাদান পারফিউম বা সুগন্ধি। আর এই গরমে পারফিউম ব্যবহার না করলে আপনাকে যে বিব্রতকর পরিস্থিতিতে পরতে হবে তা নিশ্চিত করেই বলা যায়।তবে পারফিউম শুধু ব্যবহার করলেই চলবেনা। এমনভাবে ব্যবহার করতে হবে যেন তা আপনাকে দীর্ঘক্ষণ সঙ্গ দেয়।
আপনি যে পারফিউমই ব্যবহার করেন না কেন, কয়েকটি পন্থা অবলম্বন করলে সহজেই তা ধরে রাখতে পারবেন অনেক্ষণ।
পারফিউম প্রয়োগের সবচেয়ে উপযুক্ত সময় হলো গোসলের পর, অর্থাৎ আপনার শরীর যখন পরিষ্কার ও শুভ্র থাকবে।
শরীরের যেইসব স্থানে আপনি পারফিউম প্রয়োগ করবেন সেই স্থানগুলো অবশ্যই আর্দ্র হতে হবে। এজন্য ঐ স্থানগুলোতে ভালভাবে ময়শ্চারাইজার বা লোশন দিন।
আপনার সাবান, লোশন এবং পারফিউম হতে হবে একই ধরণের ফ্রাগরেন্স যুক্ত। যেমন আপনি যদি ফুলের সৌরভের পারফিউম ব্যবহার করতে চান তাহলে সাবান আর লোশনও ফুলের সৌরভের হতে হবে। কিন্তু এক্ষেত্রে পারফিউম যদি হয় চকোলেট ফ্লেভারের তবে একটি আরেকটিকে কম করে দেবে।
এমন স্থান গুলোতে পারফিউম প্রয়োগ করুন যেখানে রক্ত চলাচল বেশি। যেমন: গলা, হাতের কব্জি, কানের পেছনে, বুকে, হাতের কুনুই, হাটুর পেছন দিকে ইত্যাদি।
আপনার পারফিউম যতো তীব্র হবে ততো দূর থেকে তা প্রয়োগ করতে হবে। তবে মোটামুটি ৫-৬ ইঞ্চি দূর থেকে প্রয়োগ করলে ভালো।
পারফিউম প্রয়োগের পর সেই স্থান না শুকানো পর্যন্ত হাত দেবেন না। স্বাভাবিকভাবে তা শুকাতে দিন।
বাংলাদেশ সময়: ২০:৫৬:৩৩ ৬৪২ বার পঠিত