রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭

সাংবাদিক হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন কর্মসূচি

Home Page » এক্সক্লুসিভ » সাংবাদিক হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন কর্মসূচি
রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭



uttara-human-chain-news-050217.JPGখোকন, উত্তরা, ঢাকাঃ সিরাজগঞ্জের শাহ্জাদপুরে মেয়রের ব্যক্তিগত শর্টগানের গুলিতে দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন বৃহত্তর উত্তরা টঙ্গীতে কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। রবিবার ( ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে উত্তরার হাউজবিল্ডিং এলাকায় মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক শিমুলের রক্তাক্ত পরিচয়পত্র পুরো দেশের সাংবাদিক সমাজের পরিচয়পত্র হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এছাড়া পৌর মেয়র জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বিভিন্ন জেলা শহরের সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি সরকারকে আরো গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, সারা দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কোথাও সুষ্ঠ বিচার পাচ্ছেনা সাংবাদিকরা। মানববন্ধনে শিমুল সাগর-রুনি হত্যাকান্ড সহ সম্প্রতি শাহবাগে পুলিশ কতৃক এটিএন নিউজের রিপোর্টার ক্যামেরাম্যান সহ সারা দেশের সকল সাংবাদিক নির্যাতনের বিচার দাবি করেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক ইত্তেফাকের কাজী রফিক, যুগান্তরের রফিকুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশ এর যোবায়ের হোসাইন আমাদের অর্থনীতির নাঈমুল হাসান, বাসসের মনির হোসেন জীবন, ঢাকাটাইমস ২৪ ডটকম এর ইফতেখার রায়হান, প্রতিদিনের সংবাদের রাসেল খান,দৈনিক শুচিতার স্বপন রানা, দৈনিক জনতার মাহফুজুল আলম খোকন এবং বঙ্গ-নিউজ ডটকমের খোকন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৩১   ৩৬৮ বার পঠিত