শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
ট্রাম্পের পরামর্শকের পদ ছাড়লেন উবার প্রধান
Home Page » প্রথমপাতা » ট্রাম্পের পরামর্শকের পদ ছাড়লেন উবার প্রধান
বঙ্গ-নিউজঃ ট্যাক্সি সেবাদাতা প্রতিষ্ঠান উবারের প্রধান ট্রাভিস কালানিক সমালোচনার মুখে নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শকের পদ ছেড়েছেন। তিনি ট্রাম্পের অর্থনীতি বিষয়ক পরামর্শকদের দলে নিয়োগ পেয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত নানা কর্মকাণ্ডের পর ট্রাভিস তার সহকর্মী এবং বিশ্বজুড়ে যারা উবার ব্যবহার করেন, তাদের সমালোচনার মুখে পড়েন। এবং এরপরই তিনি ট্রাম্পের পরামর্শকের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।
নতুন সিদ্ধান্ত নেয়ার পর কালনিক বলেন, ‘পরামর্শক দলে যারা কাজ করেন, তাদের কাজ কেবল পরামর্শ দেয়া। ওই দলে কাজ করা মানে এটা নয় যে, প্রেসিডেন্ট যাই করেন, তাতে পরামর্শকদের সম্মতি থাকে।’
একই সঙ্গে কালানিক বলেছেন যে, তিনি এবং তার পরিচিতরা ট্রাম্পের শরণার্থী বিষয়ক নির্বাহী আদেশ বিষয়ে দ্বিমত জানাবেন এবং এর ফলে যে সমস্যার সৃষ্টি হবে, সে বিষয়ে প্রেসিডেন্টকে সচেতন করার চেষ্টা করবেন।
বাংলাদেশ সময়: ১১:৫১:২৯ ৩১৪ বার পঠিত