মঙ্গলবার, ৪ জুন ২০১৩

ইনবক্সে নতুনত্ব আনছে জিমেইল

Home Page » বিজ্ঞান-প্রযুক্তি » ইনবক্সে নতুনত্ব আনছে জিমেইল
মঙ্গলবার, ৪ জুন ২০১৩



gmail-300x202.pngবঙ্গ-নিউজ ডটকমঃ জিমেইলে নতুন ফিচার সেবার প্রস্তুতি একেবারে চূড়ান্ত করেছে গুগল। আর তা হচ্ছে জিমেইল ইনবক্সের নতুন ফিচার শৈলী। নতুন ইনবক্সে থাকবে বেশ কটি বাড়তি ট্যাব সুবিধা। এগুলোকে আবার নিজের প্রয়োজনের সঙ্গে মানিয়ে নেওয়া যাবে।এবারে গুগল আর আলাদা নয়, বরং অ্যানড্রইড এবং অ্যাপল আইওএস অ্যাপসের ব্যবহারযোগ্য করেই জিমেইল ইনবক্সকে প্রস্তুত করেছে।

এই নতুন ইনবক্সের মাধ্যমে বহুমাত্রিক কাজ সহজসাধ্য হয়ে যাবে। এরই মধ্যে নতুন ইনবক্সে কার্যশৈলীর বেশ কিছু কলাকৌশল ছবি আকারেও দেখা যাচ্ছে। জিমেইলের নতুন এ ইনবক্স সুবিধা একেবারে সাধারণ মানের সেলফোনেও উপভোগ করা যাবে।

ঠিক কবে নাগাদ এ সুবিধা ভোক্তাদের জন্য অবমুক্ত করা হবে এ বিষয়ে গুগল এখনো কোনো দিনক্ষণ জানায়নি। তবে আসছে দু এক সপ্তাহের মধ্যেই এটি উন্মুক্ত করা হবে। এমনই তথ্যই দিয়েছেন গুগল পর্যবেক্ষকেরা।

বাংলাদেশ সময়: ২০:৫৩:৫৪   ৫১৪ বার পঠিত