
শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
বিমানবন্দরে ধারালো অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা
Home Page » প্রথমপাতা » বিমানবন্দরে ধারালো অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা
বঙ্গনিউজঃ সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বিমানবন্দরে সব ধরনের ধারালো অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। জাতীয় দৈনিকগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে বেবিচক।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার স্বার্থে সম্মানিত যাত্রী সাধারণ বিমানবন্দরে প্রবেশকালে কোন প্রকারের আসল ছুরি, কাচি, দা, বটি, তলোয়ার বা এই ধরনের ধারালো বস্তু লাগেজে বহন করতে পারবেন না। কার্গো লাগেজও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।
তবে একইসাথে এই নিষেধাজ্ঞা বিমানবন্দরের সকল কর্মকর্তা-কর্মচারির জন্যও প্রযোজ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:৩৮ ২৬৪ বার পঠিত