মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭

মোস্তাফিজ বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত

Home Page » খেলা » মোস্তাফিজ বিএসপিএ বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত
মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ ক্রীড়াক্ষেত্রে ‘বর্ষসেরা’ ক্রীড়াবিদ নির্বাচিত করে তাদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। রাজধানীর একটি হোটেলে ২০১৫ ও ২০১৬ এই দুই বছরের পুরস্কার একসাথে দেওয়া হয়  সোমবার। ২০১৫ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। আর ২০১৬ সালের সর্বসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন এসএ গেমসে স্বর্ণজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা।

mustafiz does not think about anyting without cricket

২০১৫ সালে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আর ২০১৬ সালের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। এছাড়া দর্শকদের ভোটে সেরা ক্রীড়াবিদও নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক সংস্থা এআইপএস এশিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ কাশিম।

বিএসপিএ-এর দুই বছরের বর্ষসেরা পুরস্কারপ্রাপ্তরা হলেন-

২০১৫ সালের বর্ষসেরা:

বর্ষসেরা ক্রীড়াবিদ : মোস্তাফিজুর রহমান (ক্রিকেট)

সেরা ক্রিকেটার : মাহমুদুল্লাহ রিয়াদ

সেরা দাবাড়ু : মোহাম্মদ ফাহাদ রহমান

সেরা আর্চার : তামিমুল ইসলাম

উদীয়মান ক্রীড়াবিদ : সারোয়ার জামান নিপু (ফুটবল)

সেরা সংগঠক : ইউসুফ আলী

বর্ষসেরা কোচ : সৈয়দ গোলাম জিলানী (ফুটবল)

বর্ষসেরা স্পন্সর প্রতিষ্ঠান : ম্যাক্স গ্রুপ

বিশেষ সম্মাননা : আমিনুল হক মনি।

২০১৬ সালের বর্ষসেরা:

বর্ষসেরা ক্রীড়াবিদ : মাহফুজা খাতুন শিলা (সাঁতার)

সেরা ক্রিকেটার : তামিম ইকবাল

সেরা ভারোত্তোলক : মাবিয়া আক্তার সীমান্ত

সেরা হকি খেলোয়াড় : আশরাফুল ইসলাম

সেরা শ্যূটার : শাকিল আহমেদ

সেরা ভলিবল খেলোয়াড় : সাঈদ আল জাবির

উদীয়মান ক্রীড়াবিদ : মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট)

উদীয়মান নারী ক্রীড়াবিদ : কৃষ্ণা রানী সরকার (ফুটবল)

সেরা কোচ : গোলাম রব্বানী ছোটন (ফুটবল)

সেরা সংগঠক : তরফদার মোহাম্মদ রুহুল আমিন

সেরা ক্রীড়া সংস্থা : বাংলাদেশ নৌ বাহিনী।

বাংলাদেশ সময়: ৯:৫৭:৪৭   ৪০০ বার পঠিত