সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭
প্রধানমন্ত্রী ট্রুডো শরণার্থীদেরকে কানাডায় স্বাগত জানাচ্ছেন
Home Page » এক্সক্লুসিভ » প্রধানমন্ত্রী ট্রুডো শরণার্থীদেরকে কানাডায় স্বাগত জানাচ্ছেন
বঙ্গ-নিউজঃ কানাডায় শরণার্থীদের প্রবেশকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশাধিকার নিষিদ্ধ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে নির্বাহী আদেশ দিয়েছেন পরোক্ষভাবে তার বিপরীতে অবস্থান নিয়েছেন ট্রুডো।
নতুন মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার একটি নির্বাহী আদেশে সই করেন। এতে ৯০ দিনের জন্য ইরান, ইরাক, সিরিয়া, সুদান, লিবিয়া, ইয়েমেন ও সোমালিয়ার নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় এবং ১২০ দিনের জন্য সব ধরনের শরণার্থীর প্রবেশাধিকার স্থগিত করা হয়। তবে, সিরিয়ার শরণার্থীদের ‘অনির্দিষ্টকালের জন্য’ আমেরিকায় নিষিদ্ধ করা হয়েছে।
ট্রাম্পের নীতির মৌন বিরোধিতার কথা জানিয়ে ট্রুডো গতকাল তার টুইটার পেইজে লিখেছেন, “নিপীড়ন, সন্ত্রাস ও যুদ্ধ থেকে যারা পালিয়ে বেড়াচ্ছেন, আপনাদের ধর্মবিশ্বাস বিবেচনা না করেই কানাডার মানুষ আপনাদের স্বাগত জানাবে। বৈচিত্র্যই আমাদের শক্তি। কানাডায় স্বাগতম।”
২০১৫ সালের শেষ দিকে টরেন্টো বিমানবন্দরে সিরিয়ার একটি শিশুকে অভিবাদন জানানোর নিজের একটি ছবিও পোস্ট করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী।
ট্রাম্পের নিষেধাজ্ঞা মার্কিন কর্মকর্তাদের হতবাক করেছে। আমেরিকার গণমাধ্যমের দৃষ্টিতে- এ নিষেধাজ্ঞা আইনগত ও অন্যান্য জটিলতা বাড়াবে এবং এ বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা করা হয় নি।
বাংলাদেশ সময়: ১৪:১২:৩২ ৩৮৩ বার পঠিত