রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
গুগল সিইও সুন্দর পিচাই ট্রাম্পকে সমালোচনা করলেন
Home Page » প্রথমপাতা » গুগল সিইও সুন্দর পিচাই ট্রাম্পকে সমালোচনা করলেন
বঙ্গ-নিউজঃ সাতটি মুসলিম দেশের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষমূলক সিদ্ধান্তের সমালোচনা করেছেন গুগলের সিইও সুন্দর পিচাই। তিনি বলছেন, ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অসাধারণ সব প্রতিভার আমেরিকায় আসার পথে বাধা হয়ে দাঁড়াবে।
গত শুক্রবার এক নির্বাহী আদেশে ট্রাম্প সাতটি মুসলিম দেশের শরণার্থী ও নাগরিকদের আগামী তিন মাসের জন্য আমেরিকায় আসার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এর মধ্যে সিরিয়ার শরণার্থীদের অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেন তিনি।
গুগলের সিইও বলছেন, এই সিদ্ধান্তের ফলে গুগলের প্রায় ২০০জন কর্মকর্তা বিপদে পড়বেন। তাদের পরিবারের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে।
তিনি জানাচ্ছেন, গুগলের ওই কর্মীরা প্রতিষ্ঠানের কাজে বিভিন্ন দেশে আছেন। ট্রাম্পের সিদ্ধান্তের কারণে তারা অনাকাঙ্ক্ষিত সমস্যা পড়ে যেতে পারেন।
এ দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত অবশ্য ট্রাম্পের সিদ্ধান্তকে স্থগিত করে দিয়েছে। ফেব্রুয়ারিতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা। সেই শুনানি পর্যন্ত ট্রাম্প যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন, তা অকার্যকর হয়ে থাকবে।
বাংলাদেশ সময়: ২২:৩৫:৪৬ ৪২৩ বার পঠিত