রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭

যুক্তরাষ্ট্রকে ‘উপযুক্ত জবাব’ দেয়ার ঘোষণা ইরানের

Home Page » প্রথমপাতা » যুক্তরাষ্ট্রকে ‘উপযুক্ত জবাব’ দেয়ার ঘোষণা ইরানের
রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ অন্য ছয়টি মুসলিম দেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানি নাগরিকদের যে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত বিষয়টি নিয়ে ইরান কাজ করবে বলে জানানো হয়েছে।

flag of iran

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ভেতরে ও বাইরে বসবাসরত সব নাগরিকের মর্যাদা রক্ষার জন্য মার্কিন সরকারের এ নিষেধাজ্ঞার স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রভাব পরীক্ষা করে দেখা হবে এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় কূটনৈতিক, আইনগত ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিসা নিষিদ্ধ করার বিষয়ে ট্রাম্পের এ সিদ্ধান্ত ইরান ও মুসলিম বিশ্বর জন্য সরাসরি অপমান। মার্কিন নাগরিকদের প্রতি ইরানের সম্মান রয়েছে এবং মার্কিন সরকারের শত্রুতামূলক নীতির সঙ্গে বিষয়টিকে আলাদা করে দেখা হয়।

এ দিকে, গত শুক্রবার শরণার্থী বিষয়ক এক নির্বাহী আদেশে সই করেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেডিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আদেশে সিরিয়ার নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ইরানসহ অন্য ছয়টি মুসলিম দেশের নাগরিকদের ৯০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হয়। ফলে ওই ছয় দেশের বৈধ ভিসাধারীরাও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন না। ইরান বাদে অন্য পাঁচ দেশ হলো- ইরাক, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সোমালিয়া।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:০৬   ৪২৭ বার পঠিত