রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ; স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গুলি জমা
Home Page » জাতীয় » সুন্দরবনের দস্যু জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ; স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র ও গুলি জমাখোকনঃ আনুষ্ঠানিক আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ত্রাস জাহাঙ্গীর বাহিনীর প্রধানসগ
২০ সদস্য। রোববার দুপুরে বরিশালে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে
আত্মসমর্পণ করেন তারা।
এর আগে আরও ৮টি দস্যু বাহিনীর মতোই
জাহাঙ্গীর বাহিনীও স্বাভাবিক জীবনে ফিরে এলেন।
আত্মসমর্পণ অনুষ্ঠানে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামা খান কামাল বলেন, জঙ্গিবাদসহ সব ধরনের অপরাধ
নিয়ন্ত্রণে নিয়ে আসতে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, এবং সফল হচ্ছে।
দস্যু বাহিনীগুলোর আত্মসমর্পণ তারই প্রমাণ। দেশকে এগিয়ে নিয়ে শ্রেনি-পেশা
নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।
র্যাবের
মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, সুন্দরবনকে কেন্দ্র করে আরও যেসব দস্যু
রয়েছে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা হবে। অনুষ্ঠানে
সরকারের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর শিকারী
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ভেবেছিলাম আমার লাশ মাছ-পোকায় খাবে।
কিন্তু তা হয়নি। আইনশৃংখলা বাহিনী এবং সাংবাদিকদের সহায়তায় আমরা ভুল বুঝতে
পেরে এখানে হাজির হয়েছি।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:৩৮ ৪৫৭ বার পঠিত