রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
ঋদ্ধিমানের কাছে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ
Home Page » ক্রিকেট » ঋদ্ধিমানের কাছে ইংল্যান্ডের চেয়ে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষআমিনুল ইসলাম: হচ্ছে হবে করে পেছাতে পেছাতে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ভারতের টেস্ট ম্যাচ। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। দলীয় শক্তির বিচারে ভারতই এগিয়ে। তবে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই বলে মনে করেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। বাঙালি এই ক্রিকেটার মনে করেন, ইংল্যান্ডের চেয়েও শক্ত প্রতিপক্ষ বাংলাদেশ।
বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। কয়েক দিন আগে শেষ হয়েছে টেস্ট সিরিজ। পাঁচ ম্যাচের সিরিজে বেশ দাপুট দেখিয়েছিল ভারত। বাংলাদেশের বিপক্ষে এই ধারাবাহিকতা রক্ষার সম্ভাবনা দেখছেন না ঋদ্ধিমান।
নিজের কথার পেছনে ব্যাখ্যাও দিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক, ‘গত কয়েক বছরে বাংলাদেশ দল বেশ উন্নতি করেছে। বেশ কজন ভালো ব্যাটসম্যান আছেন, যারা স্পিনের বিপক্ষে ভালো খেলেন। ওদের দলে দারুণ কিছু স্পিনার আছে। এর চেয়েও বড় ব্যাপার হল ভারত আর বাংলাদেশের কন্ডিশনের মধ্যে খুব একটা পার্থক্য নেই বললেই চলে। তাই বাংলাদেশ অন্তত ইংল্যান্ডের চেয়ে শক্ত প্রতিপক্ষ হবে। ’
ঋদ্ধিমান যোগ করেছেন, ‘ম্যাচে একটি কি দুটো ভালো পারফরম্যান্সই অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। দেশের মাটিতে খেলা বলে নিঃসন্দেহে আমরা এগিয়ে থাকব। তবে আমাদের নিজেদের সেরাটা খেলার কোন বিকল্প নেই।‘
ভারতের মাটিতে প্রথম টেস্টটি খেলতে তিন ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন মুশফিকরা। হায়দরাবাদ গিয়ে ভারতীয় ‘এ‘ দলের বিপক্ষে দুদিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতোমধ্যে ‘এ‘ দল ঘোষণা করেছে। দলটিতে আছেন হার্দিক পান্ডে ও অভিনব মুকুন্দর মতো ক্রিকেটাররা।
বাংলাদেশ সময়: ১৪:৫২:০২ ৩৫৩ বার পঠিত