রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
মালয়েশিয়া উপকূলে ৩১ আরোহীসহ পর্যটকবাহী নৌকা নিখোঁজ
Home Page » প্রথমপাতা » মালয়েশিয়া উপকূলে ৩১ আরোহীসহ পর্যটকবাহী নৌকা নিখোঁজ
বঙ্গনিউজঃ মালয়েশিয়ার বোর্নিও উপকূলে ৩১ আরোহীসহ একটি পর্যটকবাহী নৌকা নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে মালয়েশীয় উপকূল রক্ষাকারী কর্তৃপক্ষ।
শনিবারের এই ঘটনায় নিখোঁজ বোটটির আরোহীদের মধ্যে ২৮ জন চীনা পর্যটক রয়েছেন বলে রবিবার জানিয়েছে তারা।
মালয়েশীয় উপকূল রক্ষাকারী সংস্থার (এমএমইএ) উপপরিচালক রহিম রামলি জানিয়েছেন, শনিবার সকাল ৯টার দিকে মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য সাবার রাজধানী কোটা কিনাবালু থেকে বোটটি রওয়ানা হয়ে পর্যটন দ্বীপ মেনগালুমের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু বোটটি মেনগালুম দ্বীপে না পৌঁছানোয় এটি নিখোঁজ হয়েছে বলে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে প্রতিবেদন দাখিল করা হয়।
এর পরপরই একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয় বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও জানান, অভিযানের জন্য সাগরের ৪০০ নটিক্যাল বর্গমাইল এলাকা নির্দিষ্ট করা হয়েছে, কিন্তু আবহাওয়া খারাপ থাকায় অভিযানে বিঘ্ন ঘটছে।
“ঝড়ো বাতাস ও প্রবল ঢেউয়ের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে, আকাশ পথে তল্লাশি শুরু করার জন্য বিমান বাহিনীকে আমরা অনুরোধ জানিয়েছি,” বলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৩:৩১:২৭ ৩৪৭ বার পঠিত