রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে মালালাও
Home Page » এক্সক্লুসিভ » ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে মালালাওবঙ্গ-নিউজঃ সাতটি মুসলিমদের দেশের শরণার্থীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন করে সমালোচিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন এই মার্কিন প্রেসিডেন্টের সমালোচনায় শামিল হলেন মালালা ইউসুফজাঈও।
মালালা বলছেন, সিরিয়ায় যুদ্ধের রোষের শিকার হওয়া শরণার্থীদের জন্য আমেরিকার দুয়ার বন্ধ করে দেয়াটা দুঃখজনক। একই সঙ্গে এটি আমেরিকার ঐতিহ্যের বিরোধিতাও।
মালালা আরো বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গঠিতই হয়েছে শরণার্থীদের নিয়ে। এরপরও ডোনাল্ড ট্রাম্প কিভাবে শরণার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করার মতো সিদ্ধান্ত নিতে পারেন, তা নিয়ে প্রশ্ন করেছেন মালালা।
শুক্রবার বিতর্কিত সিদ্ধান্তটি নেন নানা বিতর্ক পেরিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া ট্রাম্প। আগামী চারমাসের জন্য শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।
শরণার্থীদের প্রবেশ ঠেকাতে যে নির্বাহী আদেশটি তৈরি হয়েছে, ট্রাম্প তাতে ইতোমধ্যে স্বাক্ষরও করেছন। আদেশটিতে বলা হয়েছে, চারমাস সব শরণার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে।
সিরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশটি থেকে কোনো ধরনের শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।
বাংলাদেশ সময়: ১০:৩৯:৪৫ ৪১৪ বার পঠিত