রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
পাকিস্তানকে পরমাণু বোমা তৈরির নকশা দিয়েছিল চীন!
Home Page » প্রথমপাতা » পাকিস্তানকে পরমাণু বোমা তৈরির নকশা দিয়েছিল চীন!
বঙ্গ-নিউজঃ ভারত-পাকিস্তান দ্বৈরথের কথা সকলেরই জানা। এদিকে চীনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্কটা দীর্ঘদিনের। চীনের সঙ্গে ভারতের শত্রুতাও পাকিস্তান-চীনের বন্ধুত্বের অন্যতম কারণ হতে পারে। তবে চীন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে পাকিস্তানের ‘বন্ধু’ হিসাবে নিজেদের বারবার প্রমাণ করেছে। এবার জানা গেলো, পাকিস্তান যে পরমাণু বোমা তৈরি করেছে সেই নকশা নাকি চীনই তাদের সরবরাহ করেছে।
সদ্য প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) রিপোর্টেও দেখা গেছে পাকিস্তান এবং চীনের মধ্যকার বন্ধুত্বের কথা। বিশেষ করে সামরিক খাতে এই দুই দেশের প্রগাঢ় বন্ধুত্বের কথা তুলে ধরেছে সিআইএ। সিআইএ-এর রিপোর্টে বলা হচ্ছে, পাকিস্তানকে পরমাণু বোমা তৈরির নকশা সরবরাহ করেছিল চীন। পাশাপাশি তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম কীভাবে সামরিক ক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো যায় সে বিষয়েও পাকিস্তানকে সহায়তা করেছে চীন।
রিপোর্টে বলা হয়েছে, চীন মূলত পারমাণবিক অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ বিক্রি করতে পাকিস্তানের বাজার ধরতে চেয়েছিল। এজন্য চীন তাদের সামগ্রী বিক্রি করতে পাকিস্তানকে পরমাণু বোমা তৈরি নকশা দিয়েছিল। ইউরেনিয়াম শোধনের পদ্ধতিও শিখিয়েছিল পাকিস্তানকে। তবে চীন বরাবরই পাকিস্তানকে নিজেদের পরমাণু শক্তি প্রদর্শন করতে নিষেধ করেছিল।
রিপোর্টটিতে আরো বলা হয়, সামরিক শক্তি প্রসঙ্গে চীন কখনো কোন শক্তি প্রদর্শন করতো না। তবে ১৯৮৩-৮৪ সালের দিকে চীন-পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সামরিক সম্পর্কটি যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট হয়। সিআইএ দাবি করছে, ১৯৮৩ সালে চীনের চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষামূলক ব্যবহারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনা কর্মকর্তারাও।
বাংলাদেশ সময়: ১০:৩১:১৯ ৪১১ বার পঠিত