পাকিস্তানকে পরমাণু বোমা তৈরির নকশা দিয়েছিল চীন!

Home Page » প্রথমপাতা » পাকিস্তানকে পরমাণু বোমা তৈরির নকশা দিয়েছিল চীন!
রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ ভারত-পাকিস্তান দ্বৈরথের কথা সকলেরই জানা। এদিকে চীনের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্কটা দীর্ঘদিনের। চীনের সঙ্গে ভারতের শত্রুতাও পাকিস্তান-চীনের বন্ধুত্বের অন্যতম কারণ হতে পারে। তবে চীন তাদের বিভিন্ন কর্মকাণ্ডে পাকিস্তানের ‘বন্ধু’ হিসাবে নিজেদের বারবার প্রমাণ করেছে। এবার জানা গেলো, পাকিস্তান যে পরমাণু বোমা তৈরি করেছে সেই নকশা নাকি চীনই তাদের সরবরাহ করেছে।

nuclear explosion

সদ্য প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) রিপোর্টেও দেখা গেছে পাকিস্তান এবং চীনের মধ্যকার বন্ধুত্বের কথা। বিশেষ করে সামরিক খাতে এই দুই দেশের প্রগাঢ় বন্ধুত্বের কথা তুলে ধরেছে সিআইএ। সিআইএ-এর রিপোর্টে বলা হচ্ছে, পাকিস্তানকে পরমাণু বোমা তৈরির নকশা সরবরাহ করেছিল চীন। পাশাপাশি তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম কীভাবে সামরিক ক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো যায় সে বিষয়েও পাকিস্তানকে সহায়তা করেছে চীন।

রিপোর্টে বলা হয়েছে, চীন মূলত পারমাণবিক অস্ত্র তৈরির বিভিন্ন উপকরণ বিক্রি করতে পাকিস্তানের বাজার ধরতে চেয়েছিল। এজন্য চীন তাদের সামগ্রী বিক্রি করতে পাকিস্তানকে পরমাণু বোমা তৈরি নকশা দিয়েছিল। ইউরেনিয়াম শোধনের পদ্ধতিও শিখিয়েছিল পাকিস্তানকে। তবে চীন বরাবরই পাকিস্তানকে নিজেদের পরমাণু শক্তি প্রদর্শন করতে নিষেধ করেছিল।

রিপোর্টটিতে আরো বলা হয়, সামরিক শক্তি প্রসঙ্গে চীন কখনো কোন শক্তি প্রদর্শন করতো না। তবে ১৯৮৩-৮৪ সালের দিকে চীন-পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সামরিক সম্পর্কটি যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট হয়। সিআইএ দাবি করছে, ১৯৮৩ সালে চীনের চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষামূলক ব্যবহারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনা কর্মকর্তারাও।

বাংলাদেশ সময়: ১০:৩১:১৯   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ