বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জাল ভোট, তদন্তের ঘোষণা ট্রাম্পের
Home Page » প্রথমপাতা » মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জাল ভোট, তদন্তের ঘোষণা ট্রাম্পের- বঙ্গ-নিউজঃ গত বছরের ৮ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটে বিজয়ী হলেও পপুলার ভোটে হিলারি ক্লিনটনের কাছে হেরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট তখনই বলেছিলেন, হিলারির পক্ষে লাখ লাখ অবৈধ ভোট পড়েছে। প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেওয়ার পর এবার তার তদন্তের ঘোষণা দিলেন ট্রাম্প।
বুধবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘ভোট জালিয়াতির ঘটনায় আমি বিস্তারিত তদন্তের নির্দেশ দেব। এর মধ্যে রয়েছে দুই রাজ্যে নিবন্ধনের বাইরে বেআইনি ভোট। এমনকি মৃত ব্যক্তিদের নামেও ভোটার নিবন্ধন হয়েছে।’
এদিকে, ট্রাম্পের এই ‘ভোট জালিয়াতির’ অভিযোগে হোয়াইট হাউসও সমর্থন দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার সাংবাদিকদের বলেছেন, বিশ্লেষণ ও প্রমাণাদির ভিত্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে নির্বাচনে লাখ লাখ জালভোট পড়েছে, হোয়াইট হাউস এতে সমর্থন করে। ‘জাল ভোট’ বিষয়ে প্রমাণাদি উপস্থাপনা করতে অবশ্য অস্বীকৃতি জানিয়েছেন শন স্পাইসার।
তবে ট্রাম্পের এই জাল ভোট পড়ার অভিযোগ বরাবরই উড়িয়ে দিয়েছে ওবামা প্রশাসন।
বাংলাদেশ সময়: ২৩:১৬:৫৩ ৪৫৮ বার পঠিত