বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭

ওবামা নেই, ‘ভিন্ন কিছু’ করার চিন্তা ইসরায়েলের

Home Page » এক্সক্লুসিভ » ওবামা নেই, ‘ভিন্ন কিছু’ করার চিন্তা ইসরায়েলের
বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০১৭



 বঙ্গনিউজঃ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব বুঝে নেওয়ার পরই ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে আড়াই হাজার বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে এতে। কিন্তু সেদিকে কর্ণপাত না করে বেনিয়ামিন নেতানিয়াহু বললেন, ওবামা প্রশাসনের মেয়াদ শেষে এখন ভিন্ন কিছুই করতে যাচ্ছে তারা।

benjamin netanyahu

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় অনেকটা অস্বস্তিতেই ছিল ইসরায়েল। তাদের বেশ কিছু প্রস্তাবে দ্বি-মত পোষণ করেছিল ওবামা প্রশাসন।

বারাক ওবামার মেয়াদ শেষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে এখন ওবামার ভিন্ন ঘরনার ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এর কারণেই হয়তো ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরই এতো সংখ্যাক বসতি স্থাপনের ঘোষণা দিতে উৎসাহি হলো ইসরায়েল।

ওবামা প্রশাসনের সময় অনেক সমস্যার মোকাবেলা করতে হয়েছে উল্লেখ করে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘ওবামা প্রশাসনের সময়কাল থেকে এখন আমরা নতুন এবং ভিন্ন অনেক কিছুই করতে যাচ্ছি।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী যোগ করেছেন, ‘শুধু বসতি নির্মাণ করা হবে না বরং পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম নিয়ে আলাদা কিছু পদক্ষেপ নেওয়া হবে।’

বাংলাদেশ সময়: ২২:৪৪:০৫   ৪৮৬ বার পঠিত