বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ইবান বিরানাতা-আতমাদজা। এ সময় বাংলাদেশে সফলভাবে তার মেয়াদ শেষ করায় বিরানাতা-আতমাদজাকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। মঙ্গলবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীন সাংবাদিকদের ব্রিফ করেন।
বৈঠকে রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক চমৎকার।’ তিনি আশা করেন ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।
রাষ্ট্রপতি বলেন, ‘জাতিসংঘ ও ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি)সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া একই অবস্থান দেখায়।
বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে তার মেয়াদকালে সর্বাত্মক সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে চমৎকার উল্লেখ করে ইন্দোনেশীয় রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন বাড়ছে।’ তিনি বলেন, ‘দু’দেশে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। যৌথ উদ্যোগে এসব খাত ব্যবহার করে উভয় দেশ লাভবান হতে পারে।’
বাংলাদেশ সময়: ১০:১২:২২ ১০৭০ বার পঠিত