বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭
ট্রাম্প-পুত্রকে বিদ্রুপ, বরখাস্ত রম্যলেখক
Home Page » এক্সক্লুসিভ » ট্রাম্প-পুত্রকে বিদ্রুপ, বরখাস্ত রম্যলেখকবঙ্গ-নিউজঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারনকে বিদ্রুপ করে টুইট করার দায়ে দেশটির জনপ্রিয় রম্যলেখক কেটি রিচকে একটি টেলিভিশন শো থেকে বরখাস্ত করা হয়েছে।
গত শুক্রবার কেটি রিচ টুইটারে লিখেছিলেন, ‘ব্যারন হয়তো আমেরিকার প্রথম হোম-স্কুল শ্যুটার হবেন।’
স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে জানানো হয়, তিনি টুইট বার্তাটি তার অ্যাকাউন্ট থেকে মুছে সোমবার আরেকটি টুইটে তার এমন মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু তারপরও কোন লাভ হয়নি, তাকে এনবিসি চ্যানেলের ‘সেটারডে নাইট লাইভ’ থেকে বহিষ্কার করা হয়েছে।
কেটি রিচ, এনবিসি টিভির ‘সেটারডে নাইট লাইভ’ এর চিত্রনাট্য রচয়িতা ছিলেন। এর আগেও ট্রাম্প অনুষ্ঠানটির সমালোচনা করেছিলেন। তবে তিনি যে শুধু এই অনুষ্ঠানের সমালোচনাই করেছেন তা নয়। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প সাংবাদিকদের ‘পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষ‘ বলে অভিহিত করেছেন।
ডোনাল্ড ট্রাম্প ও তার তৃতীয় স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সন্তান ব্যারন ট্রাম্পকে নিয়ে এমন মন্তব্য করায় অনেকেই ব্যারনের পক্ষে অবস্থান নিয়েছেন।
সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হিলারির একমাত্র সন্তান চেলসি ক্লিনটন এক টুইট বার্তায় লিখেছেন, ‘কোন শিশুকে নিয়ে এমন মন্তব্য করা একদমই উচিত নয়। ব্যারনকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দেয়া দরকার।’
তবে ক্ষমা চাওয়ার পরও বরখাস্ত করায় অনেকেই মন্তব্য করেছেন, ট্রাম্প শাসনামলে মিডিয়ার লোকদের বিরুদ্ধে নানা প্রত্যক্ষ ও পরোক্ষ সমস্যা সৃষ্টি হবে। এটিই হচ্ছে তার প্রথম উদাহরণ। অনেকে আবার এটিকে টিভি কর্তৃপক্ষের ‘সেলফ সেন্সরশিপ’ হিসেবে দেখছেন।
বাংলাদেশ সময়: ০:১১:০৬ ৪৩৬ বার পঠিত