সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
কোনোভাবেই আয়কর বিবরণী প্রকাশ করবেন না ট্রাম্প’
Home Page » প্রথমপাতা » কোনোভাবেই আয়কর বিবরণী প্রকাশ করবেন না ট্রাম্প’
বঙ্গনিউজঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো প্রকারেই তার আয়কর বিবরণী প্রকাশ করবেন না বলে জানিয়েছেন ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা কেলিয়ান কনওয়ে। যুক্তরাষ্ট্রভিত্তিক এবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিবরণী প্রকাশের জন্য দুই লাখেরও বেশি মার্কিন নাগরিক একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। এর ফলে এই ব্যাপারটি নিয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা হতে বাধ্য।
তবে এমন পিটিশনের পরও ট্রাম্প কোনো প্রকারেই তার আয়কর বিবরণী প্রকাশ করবেন না বলে জানান কেলিয়ান কনওয়ে। তিনি বলেন, নির্বাচনের সময় আমরা এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে এসেছি। ট্রাম্প আয়কর বিবরণী প্রকাশ করবে না জেনেই মানুষ তাকে ভোট দিয়েছে।
তিনি বলেন, পিটিশনের পরও হোয়াইট হাউজের উত্তর হচ্ছে, প্রেসিডেন্ট আয়কর বিবরণী প্রকাশ করবেন না। এ ব্যাপারে কনওয়ে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন তার ব্যবসা ছেড়ে দিয়ে ফুলটাইম প্রেসিডেন্ট হয়ে যেতে হবে। আর ট্রাম্প ও তার পরিবার নৈতিকভাবে সৎ। তারা সব ধরনের নিয়মকানুনই মেনে চলেন।
উল্লেখ্য, ১৯৭২ সালের পর ডোনাল্ড ট্রাম্পই প্রথম যিনি নির্বাচনী প্রচারণার সময় আয়কর বিবরণী প্রকাশ করেননি। এখন প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি আয়কর প্রকাশ করবেন না বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৩৪:২৭ ৪০৩ বার পঠিত