সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
ট্রাম্প বিরোধী মিছিলে শামিল নায়িকারাও
Home Page » প্রথমপাতা » ট্রাম্প বিরোধী মিছিলে শামিল নায়িকারাও
বঙ্গ-নিউজঃ ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের পুরোটা সময় যে কিভাবে কাটবে! মেয়াদ শুরু হতে না হতেই নানামুখী চাপে পড়তে হচ্ছে তাকে। সর্বশেষ যে চাপ ট্রাম্পের উপর দিয়ে গেলো, তা হলো ২৯ লাখ লোকের মিছিল। যেখানে শামিল ছিলেন হলিউড নায়িকারাও।
নির্বাচনী প্রচারণার সময় এবং তারও আগে নারীদের বিষয়ে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে বিভিন্ন পশ্চিমা নারীবাদী সংগঠন বেশ আগে থেকেই ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেয়।
তারপরও অবশ্য তারা ট্রাম্পের জয় ঠেকাতে পারেননি। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন নাগরিকদের ভোট বেশি পেলেও, ইলেক্টোরাল ভোটে তিনি হেরে যান ট্রাম্পের কাছে। যা তাকে ছিটকে দেয় যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়া থেকে।
ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পরও প্রতিবাদ- প্রতিরোধ- ক্ষোভ প্রকাশে থেমে নেই নারীরা। সর্বশেষ ট্রাম্প- বিরোধী যে সমাবেশ হলো, এতে অংশগ্রহণ করেন ২৯ লাখ মানুষ। ওয়াশিংটনে তো বটেই, যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় শহর, এমন কি অন্য দেশেও ছিলো এই সমাবেশের প্রতি স্বতস্ফূর্থ সমর্থন।
সাধারণ আমেরিকান নারীদের অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন হলিউডের বিখ্যাত কয়েকজন নায়িকা। তাদের মধ্যে স্কারলেট জোহানসন, শার্লিজ থেরন, জেসিকা চ্যাস্টেইন, এমা ওয়াটসন ও নাটালি পোর্টম্যান অন্যতম।
ট্রাম্প- বিরোধী এই সমাবেশের মূল নাম ছিলো ‘উইমেন্স মার্চ’। তবে অংশগ্রহণ করেছিলেন বহু পুরুষও। যারা ট্রাম্পকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে মানতে পারছেন না। একই সঙ্গে ট্রাম্পের নীতিগত বিষয়ে তাদের বিন্দু পরিমাণ সমর্থন নেই।
বাংলাদেশ সময়: ১৫:০৪:২১ ৫০৮ বার পঠিত