সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
শ্রীলংকায় ভয়াবহ খরায় তীব্র পানি সঙ্কটে ১০ লাখ মানুষ
Home Page » প্রথমপাতা » শ্রীলংকায় ভয়াবহ খরায় তীব্র পানি সঙ্কটে ১০ লাখ মানুষ
বঙ্গ-নিউজঃ শ্রীলংকায় ভয়াবহ খরা চলছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। দেশটিতে চলমান এই খরা গত চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
২০১৬ সালে শ্রীলংকায় তুলনামূলক কম বৃষ্টিপাত হওয়ায় এ বছর বিভিন্ন এলাকার নদীগুলোতে পানি খুবই কম। দেশের প্রায় সবখানেই ভূ-গর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। দেশটিতে এখন এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, পানি সরবরাহ ব্যবস্থাকে পরিশোধিত করার মতো পর্যাপ্ত পানিও পাওয়া যাচ্ছে না।
১০ লাখেরও বেশি মানুষ তীব্র পানি সংকটে দিন কাটাচ্ছে উল্লেখ করে আল জাজিরা শ্রীলঙ্কান সরকারের বরাতে জানায়, আগামি আরও দুই থেকে তিন মাসে এই তীব্র খরার কোনো হেরফের হবে না। ফলে সহসাই পানি সঙ্কটের কোনো সমাধান হচ্ছে না বলেই অনুমিত হচ্ছে।
দেশটির আবহাও অধিদপ্তরের মহাপরিচালক ললিত চন্দ্রপালা জানান, ১৯৭০ এর দশকের পর এতো তীব্র খরা আর হয়নি। এবারের খরা কৃষি এবং জলবিদ্যুৎ খাতে মোটা দাগে ভয়াবহ প্রভাব ফেলে যাচ্ছে।
স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, পানির অভাবে তারা কৃষিকাজও করতে পারছেন না। ইতোমধ্যে পানির অভাবে অধিকাংশ ফসলই নষ্ট হয়ে গেছে। গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পরিমাণ জমিতে চাষাবাদ হয়েছে হয়েছে বলে জানা গেছে।
তবে খরার কারণে আসন্ন দুর্যোগ ঠেকাতে ইতোমধ্যেই বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে শ্রীলঙ্কান সরকার।
বাংলাদেশ সময়: ০:২৬:০১ ৪৫৭ বার পঠিত