শ্রীলংকায় ভয়াবহ খরায় তীব্র পানি সঙ্কটে ১০ লাখ মানুষ

Home Page » প্রথমপাতা » শ্রীলংকায় ভয়াবহ খরায় তীব্র পানি সঙ্কটে ১০ লাখ মানুষ
সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ শ্রীলংকায় ভয়াবহ খরা চলছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। দেশটিতে চলমান এই খরা গত চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

India drough

২০১৬ সালে শ্রীলংকায় তুলনামূলক কম বৃষ্টিপাত হওয়ায় এ বছর বিভিন্ন এলাকার নদীগুলোতে পানি খুবই কম। দেশের প্রায় সবখানেই ভূ-গর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। দেশটিতে এখন এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে, পানি সরবরাহ ব্যবস্থাকে পরিশোধিত করার মতো পর্যাপ্ত পানিও পাওয়া যাচ্ছে না।

১০ লাখেরও বেশি মানুষ তীব্র পানি সংকটে দিন কাটাচ্ছে উল্লেখ করে আল জাজিরা শ্রীলঙ্কান সরকারের বরাতে জানায়, আগামি আরও দুই থেকে তিন মাসে এই তীব্র খরার কোনো হেরফের হবে না। ফলে সহসাই পানি সঙ্কটের কোনো সমাধান হচ্ছে না বলেই অনুমিত হচ্ছে।

দেশটির আবহাও অধিদপ্তরের মহাপরিচালক ললিত চন্দ্রপালা জানান, ১৯৭০ এর দশকের পর এতো তীব্র খরা আর হয়নি। এবারের খরা কৃষি এবং জলবিদ্যুৎ খাতে মোটা দাগে ভয়াবহ প্রভাব ফেলে যাচ্ছে।

স্থানীয় কৃষকরা জানাচ্ছেন, পানির অভাবে তারা কৃষিকাজও করতে পারছেন না। ইতোমধ্যে পানির অভাবে অধিকাংশ ফসলই নষ্ট হয়ে গেছে। গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন পরিমাণ জমিতে চাষাবাদ হয়েছে হয়েছে বলে জানা গেছে।

তবে খরার কারণে আসন্ন দুর্যোগ ঠেকাতে ইতোমধ্যেই বেশকিছু পদক্ষেপ হাতে নিয়েছে শ্রীলঙ্কান সরকার।

বাংলাদেশ সময়: ০:২৬:০১   ৪৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ