রবিবার, ২২ জানুয়ারী ২০১৭

‘জলি এলএলবি’ থেকে এলএলবি সরানোর দাবি

Home Page » বিনোদন » ‘জলি এলএলবি’ থেকে এলএলবি সরানোর দাবি
রবিবার, ২২ জানুয়ারী ২০১৭



 

বঙ্গ-নিউজঃ মুম্বাই: ৩ সপ্তাহ পরে মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘জলি এলএলবি’। তার আগে বম্বে হাইকোর্টে একটি পিটিশন জমা পড়েছে, আবেদন করা হয়েছে, ছবির নাম থেকে এলএলবি উঠিয়ে নেয়া হোক।

যিনি আবেদনটি করেছেন, বোঝাই যাচ্ছে তিনি পেশায় আইজীবী। নাম অজয়কুমার এস ওয়াঘমারে।

তার দাবি, ওই এলএলবি শব্দটি তো বটেই, ছবির ট্রেলারে এমন বেশ কয়েকটি দৃশ্য রয়েছে, যাতে অপমান করা হয়েছে ভারতীয় আইন ব্যবস্থাকে।

 

পিটিশনারের বক্তব্য, ট্রেলারে দেখা যাচ্ছে, ছবির চরিত্ররা আদালতে তাস খেলছেন, নাচ গানও চলছে। ফলে পরিষ্কার, ছবিতে নীচু করে দেখানো হয়েছে দেশের আইনের শাসনকে।

ওই ট্রেলার চালানো বন্ধ করার জন্যও আদালতে আবেদন করেছেন তিনি।

সম্ভবত ২৪ তারিখ এই পিটিশনের ওপর শুনানি হবে। -সংবাদমাধ্যম

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫৫   ৪২৮ বার পঠিত