রবিবার, ২২ জানুয়ারী ২০১৭
শেষ পর্বের আখেরি মোনাজাত সকাল ১১টায়
Home Page » সারাদেশ » শেষ পর্বের আখেরি মোনাজাত সকাল ১১টায়বঙ্গনিউজঃ আজ সকাল ১১টায় শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় তথা শেষ পর্বে আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মুরুব্বি মওলানা মুহাম্মদ সাদ।
শেষ পর্বের এ অংশে দেশের ১৬ জেলার ৬৯টি দেশের ধর্মপ্রাণ মুসল্লি অংশ নিয়েছেন। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের আয়োজন।
এরই মধ্যে রাজধানী ঢাকাসহ আশেপাশের জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। মুসল্লিদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্তরে নিরাপত্তা জোরদার করেছে।
দুই পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণের জন্য গাজীপুর চান্দনা চৌরাস্তা হতে হাজার হাজার মুসল্লি পায়ে হেটে ইজতেমা ময়দানে যাতায়াত করবে। মুসল্লিদের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা হতে টঙ্গী ব্রিজ পর্যন্ত সকাল ৬টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়াও কালীগঞ্জ-টঙ্গী মহাসড়কের মাজুখান ব্রিজ হতে স্টেশনরোড ওভার ব্রিজ পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ হতে মুন্নু টেক্সটাইল মিল গেট পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।
মোনাজাতে বিশ্ব মুসলিম জাহানের সুখ, শান্তি, কল্যাণ, অগ্রগতি ও ভ্রাতিত্ববোধ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাতের বিশ্ব আমির ও ইজতেমার শীর্ষ মুরুব্বি (দিল্লি) মাওলানা মুহাম্মদ সাদ।
বাংলাদেশ সময়: ৯:০৫:৪৮ ৩৬৩ বার পঠিত