রবিবার, ২২ জানুয়ারী ২০১৭

পাকিস্তানে বোমা হামলায় নিহত ২১

Home Page » প্রথমপাতা » পাকিস্তানে বোমা হামলায় নিহত ২১
রবিবার, ২২ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রামাঞ্চলের একটি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। পাকিস্তান তালেবান ও লস্কর ই জাঙ্গভি যৌথভাবে এই হামলার দায় স্বীকার করেছে।

bomb attack pakistan

পাকিস্তানের জাতীয় পরিষদের স্থানীয় প্রতিনিধি সাজিদ হুসাইন তুরি গণমাধ্যমকে জানান, আফগানিস্তানের সীমান্তের কাছেই কুরাম অঞ্চলের পারাচিনার টাউনে শনিবার সকালে হামলাটি চালানো হয়।

তুরি জানান,বাজারের টমেটোর স্তুপের ভেতরে বোমাটি রাখা হয়েছিল। সকালে বাজারে লোকজনের আনাগোনা বাড়লে বোমাটির বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে ২১ জন স্থানীয় নৃগোষ্ঠীর লাশ উদ্ধার করা হয়।

অন্যদিকে কুরামের আরেকজন কর্মকর্তা সাবজালি খান বলেন, প্রথমিকভাবে পাওয়া তথ্য থেকে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা।

গত মঙ্গলবার পুলিশ পাঞ্জাবে লস্কর ই জাঙ্গভির নেতা আসিফ ছোট্টুকে হত‌্যা করেছে। পাকিস্তানি তালেবানের মেহসুদ উপদলের মুখপাত্র মোহাম্মদ খুরাসানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ওই হত‌্যার জবাব দিতেই এই হামলাটি চালানো হয়েছে।

লস্কর ই জাঙ্গভির আল আলামি উপদলের মুখপাত্র আলি বিন সুফিয়ান জানিয়েছেন, পাকিস্তানি তালেবানের সঙ্গে তার দল মিলে সমন্বিভাবে এই হামলাটি চালিয়েছে।

এদিকে, পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, আহতদের হাসপাতালে নেওয়ার জন‌্য সেনাবাহিনীর একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৪৬:২৯   ৩৫৪ বার পঠিত