রবিবার, ২২ জানুয়ারী ২০১৭

মেহেরপুর থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

Home Page » সারাদেশ » মেহেরপুর থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ
রবিবার, ২২ জানুয়ারী ২০১৭






সীমান্ত বঙ্গনিউজঃ  মেহেরপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। শনিবার (২১ জানুয়ারি) ভোরে ঘটনাটি ঘটেছে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া গ্রামে ১০৬/৪এস সীমান্ত পিলারের এর কাছে।

বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক (কমান্ডিং অফিসার) লে. কর্নেল আমির মজিদ বলেন, সোনাপুর মাঝপাড়া গ্রামের ফকির শেখের ছেলে রুপচাঁদ শেখ (৩০) আজ শনিবার ভোর ৪টার দিকে সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন জমিতে পানি সেচ দিতে যান। নোম্যানস ল্যান্ডের দেড়শ গজ এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়া থাকালেও ভারতের অনেক জমি আছে। রুপচাঁদ তার জমিতে দ্রুত ও সহজে যাওয়ার জন্য ভারতের জমির আলপথ দিয়ে যাচ্ছিল। এসময় টহলরত ভারতের নদীয়া জেলার চাঁপড়া থানার জিন্দা বিএসএফ ক্যাম্পের জওয়ানরা রুপচাঁদকে ধরে নিয়ে যায়।

তিনি জানান, ঘটনাটি জানতে পেরে মুজিবনগর বিজিবি ক্যাম্প থেকে সকালেই পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু জিন্দা বিএসএফ ক্যাম্প পতাকা বৈঠকে বসতে রাজি হয়নি।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, বিএসএফ রুপচাঁদকে ইতোমধ্যে চাঁপড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে তারা জানতে পেরেছেন।

বাংলাদেশ সময়: ০:০৪:২৮   ৩৬২ বার পঠিত