বঙ্গনিউজঃ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে বাংলাদেশে এর দাম কমানো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিশ্ববাজারে এর দাম বৃদ্ধি পাওয়ায় ওই সিদ্ধান্ত থেকে সরে আসি। প্রধানমন্ত্রীও তেলের দাম কমানোর প্রস্তাব নাকচ করে দিয়েছেন। বিশ্ববাজার স্থিতিশীল হলে বাংলাদেশে জ্বালানি তেলের দাম কমানো হবে।’ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার চায় প্রাইভেট কারে সিএনজির ব্যবহার কমুক। আর, গণপরিবহনে সিএনজির ব্যবহার থাকুক। মূলত এ কারণেই দেশে পেট্রোল-অকটেনের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছিল।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী।
বাংলাদেশ সময়: ১৯:১৩:৪১ ৩১৭ বার পঠিত