শনিবার, ২১ জানুয়ারী ২০১৭
শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ট্রাম্প
Home Page » প্রথমপাতা » শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই সেন্ট জন’স চার্চে গিয়ে প্রার্থনায় অংশ নিয়েছেন তিনি। এ সময় তার সাথে তার পরিবারের সদস্যরাও ছিলো।
এরপর বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে হোয়াইট হাউজে এক চা পান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাবেন।
এরপর বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ট্রাম্প। একই সাথে তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে মাইক পেন্সও শপথ নেবেন।
এর আগে শপথ গ্রহণ করার প্রাক্কালে আমেরিকাকে ‘বদলে’ দেয়ার অঙ্গীকার করেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি যুক্তরাষ্ট্রবাসীর কাছে অঙ্গীকার করছি, আমি যে পরিবর্তন আনবো, পূর্বের কয়েক দশকেও তা আসেনি। আমাকে এই অবস্থার এই অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে।
তিনি নিজে প্রচুর পরিশ্রম করার কথা উল্লেখ করে বলেন, আমি যুক্তরাষ্ট্রকে বদলে দেওয়ার পরিকল্পনা করেছি।
বাংলাদেশ সময়: ০:১৪:৪৫ ২৬৯ বার পঠিত