শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭

সংসদ ভবনের আশপাশের এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা

Home Page » জাতীয় » সংসদ ভবনের আশপাশের এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা
শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭



 



 


 

সংসদ  বঙ্গনিউজঃ আগামী ২২ জানুয়ারি রবিবার দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন শুরু হবে। এই অধিবেশন যাতে নির্বিঘ্নে চলতে পারে সেজন্য শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ওই এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় ২১ জানুয়ারি শনিবার রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনও প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে।

যে সব এলাকায় এই আদেশ বলবৎ থাকবে সেসব এলাকাগুলো হচ্ছে- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমান বন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমণ্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

জাতীয় সংসদের ১৪ তম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সময়: ১১:১৩:৩৫   ৩১৮ বার পঠিত