শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭

বোরকা পরে জঙ্গি মারবেন আফগান নারীরা

Home Page » প্রথমপাতা » বোরকা পরে জঙ্গি মারবেন আফগান নারীরা
শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭



বঙ্গ-নিউজঃ বোরকায় মুখ ঢেকে বন্দুক হাতে প্রস্তুত আফগান মহিলারা। এই বন্দুকের নিশানা কেবল জঙ্গিদের লক্ষ করেই গর্জে উঠবে। সন্তানকে তারা কিছুতেই সন্ত্রাস হতে দেবেন না। আর তাই জঙ্গিবিরোধী লড়াইয়ে রক্ত ঝরাতেও প্রস্তুত তারা।

afgan female anti terror group 1

আফগানিস্তানের উত্তরে বিশাল অঞ্চল জুড়ে সরকারের আধিপত্য নেই। এসব অঞ্চল আবার নতুন করে তালিবানদের দখলে চলে গিয়েছে। অন্যদিকে শক্তিশালী হচ্ছে কথিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ফলে আফগান সরকার দুই পক্ষ সন্ত্রাসের মুখে অসহায়ের মতো অবস্থান করছে।

এমন প্রতিকূল পরিস্থিতিতে ধর্মীয় অনুশাসনকে অতিক্রম না করে আর কোন উপায় পেলেন না দেশটির মা-বোনেরা। তারা হাতে অন্ত্র তুলে নিয়ে জঙ্গি বিরোধী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন।

ভয়েস অফ আমেরিকার প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানের উত্তরাঞ্চলের জৌজান প্রদেশে শতাধিক মহিলা লড়াইয়ের জন্য অস্ত্রসজ্জিত হয়েছে।

প্রতিবেদনের সাক্ষাৎকারে মহিলা বাহিনীর কমান্ডার মামলাকাত জানান, জঙ্গিরা আমাদের বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে, আমাদের সন্তানদের হত্যা করছে। এবার আর মুখ বুজে সহ্য করবো না আমরা। এবার পাল্টা উত্তর দেয়ার পালা।

২০০১ সালে তালিবান শাসনের পতন হলে বেশ কিছু আফগান মহিলা সেনাবাহিনী ও পুলিশে যোগদান করেন। কিন্তু সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই প্রথম মহিলা বাহিনী গঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০:৪৮:৩২   ৩২৩ বার পঠিত