বুধবার, ১৮ জানুয়ারী ২০১৭
চীন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানকে চায় না
Home Page » প্রথমপাতা » চীন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাইওয়ানকে চায় না
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে তাইওয়ানের প্রতিনিধিদের উপস্থিত হতে না দেয়ার আহ্বান জানিয়েছে চীন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইয়িং আজ বুধবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাইওয়ানের কোনো প্রতিনিধিকে উপস্থিত হতে না দেয়ার জন্য চীন আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে। তাছাড়াও তাইওয়ানের সাথে যেকোন প্রকার আনুষ্ঠানিক যোগাযোগ রক্ষা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতেই তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক ক্ষমতাসীন দলের নেতা ইউ শাই-কুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শুক্রবার অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এছাড়া, তাইওয়ানের একজন নিরাপত্তা উপদেষ্টাসহ কয়েকজন আইনপ্রণেতার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।
এছাড়া এই প্রেস ব্রিফিংয়ে হুয়া চুনইয়িং বেইজিং-ওয়াশিংটন সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে এমন তৎপরতার বিষয়ে তাইওয়ানকে হুঁশিয়ার করেন।
বাংলাদেশ সময়: ২২:১৬:৪৫ ৩৬৯ বার পঠিত