বঙ্গ-নিউজঃ জ্বালানি তেলের দাম আপাতত কমছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইন্সটলেশন অব ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) ইউনিট-২ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং ডিজাইন (এফইইডি) নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ সেবা চুক্তি সই হয়।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে সম্প্রতি লক্ষ্য করা গেছে তেলের দাম বাড়ছে। একই সঙ্গে বিশ্বব্যাংকও আভাস দিয়েছে আগামীতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি অব্যাহত থাকবে। এমন পরিস্থিতিতে সরকার জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তাই আপাতত জ্বালানির দাম কমানোরও কোনও সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, ‘প্রকল্পটি ১০ বছরের পুরাতন। যা বাস্তবায়নে দুইশ’ কোটি টাকা ব্যয়ে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ত্রিশ বছরের জন্য জমি বরাদ্দ নেওয়া হয়েছে। ইউরো ফাইভ ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি বিশ্বের যেকোনও স্থান থেকে আনা অপরিশোধিত তেল পরিশোধন করবে। এর দ্বারা সরকারের বছরের সাশ্রয় হবে আটশ’ থেকে নয়শ’ কোটি টাকা। ৫/৬ বছরের মধ্যে বিনিয়োগ করা অর্থ উঠে আসবে। এ প্রকল্পের মেয়াদ হবে ত্রিশ বছর। চুক্তি করার পর কোম্পানিটি একটি নকশা করবে। নকশা হয়ে গেলে আমরা মূল প্রকল্প নিয়ে আবারও বসবো।’
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সুনির্দিষ্ট করে জানিয়েছিলেন জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমবে।
বাংলাদেশ সময়: ১৪:৪৪:০৬ ৪৩০ বার পঠিত